Ar. Md Mofazzal Hoq 

Founder & Architect, Sthapati Angan

Ar. Mofazzal holds a Bachelor of Architecture (B.Arch) from Lovely Professional University, India—where he graduated first in order of merit—and a Diploma in Engineering from Feni Polytechnic Institute, Bangladesh. His journey began with diverse roles at renowned design firms and research institutes, where he honed his skills before establishing Sthapati Angan, a firm dedicated to delivering trusted and cost-effective architectural solutions.

 

With a strong belief that architecture must perfectly balance function, sustainability, and aesthetics, Ar. Mofazzal has shaped his career around creating spaces that transform a client's vision into a tangible reality. As the key figure behind Sthapati Angan’s growing portfolio, he has been involved in the design and management of numerous residential and commercial projects.

Ar. Mofazzal’s work blends innovative concepts with practical functionality, and he is committed to developing a distinct architectural approach tailored to each project. His philosophy combines creative vision with precise technical execution, and he is known for his meticulous attention to detail, supported by a mastery of advanced design and visualization software.

Under his leadership, Sthapati Angan continues to build its reputation as a trusted firm in the architectural field, delivering projects that balance creative innovation with accessible, real-world solutions.

 

“Sthapati Angan — The affordable solution for construction with trust”

স্থপতি মো. মোফাজ্জল হক

প্রতিষ্ঠাতা ও স্থপতি, স্থপতি অঙ্গন

স্থপতি মোফাজ্জল ভারতের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ আর্কিটেকচার (বি.আর্ক) ডিগ্রি অর্জন করেন, যেখানে তিনি মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। এছাড়াও তিনি বাংলাদেশের ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন। বিভিন্ন স্বনামধন্য ডিজাইন ফার্ম এবং গবেষণা প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে তাঁর কর্মজীবনের সূচনা হয়। সেখানে অর্জিত দক্ষতার উপর ভিত্তি করে তিনি 'স্থপতি অঙ্গন' প্রতিষ্ঠা করেন—এমন একটি প্রতিষ্ঠান যা নির্ভরযোগ্য ও সাশ্রয়ী স্থাপত্য সমাধান প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

"স্থাপত্যকে অবশ্যই কার্যকারিতা, স্থায়িত্ব এবং নান্দনিকতার মধ্যে নিখুঁত ভারসাম্য রক্ষা করতে হবে"—এই দৃঢ় বিশ্বাস নিয়ে স্থপতি মোফাজ্জল তাঁর কর্মজীবনকে গড়ে তুলেছেন। তাঁর মূল লক্ষ্য হলো গ্রাহকের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়া। স্থপতি অঙ্গনের ক্রমবর্ধমান পোর্টফোলিওর প্রধান ব্যক্তিত্ব হিসেবে তিনি অসংখ্য আবাসিক এবং বাণিজ্যিক প্রকল্পের ডিজাইন ও ব্যবস্থাপনার সাথে জড়িত ছিলেন।

স্থপতি মোফাজ্জলের কাজে উদ্ভাবনী ধারণা এবং বাস্তব কার্যকারিতার এক চমৎকার সমন্বয় দেখা যায়। তিনি প্রতিটি প্রকল্পের জন্য একটি স্বতন্ত্র স্থাপত্য রীতি তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর দর্শনে সৃজনশীল দৃষ্টিভঙ্গির সাথে নির্ভুল প্রযুক্তিগত প্রয়োগের মিশ্রণ ঘটেছে। তিনি তাঁর কাজের প্রতিটি বিবরণে সূক্ষ্ম মনোযোগের জন্য পরিচিত, যা উন্নত ডিজাইন এবং ভিজ্যুয়ালাইজেশন সফটওয়্যারে তাঁর দক্ষতার মাধ্যমে সমর্থিত।

তাঁর নেতৃত্বে, স্থপতি অঙ্গন স্থাপত্য জগতে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের সুনাম তৈরি করে চলেছে, যা সৃজনশীল উদ্ভাবন এবং বাস্তবসম্মত সমাধানের মধ্যে ভারসাম্য রেখে প্রকল্প সম্পন্ন করে।

 

“স্থপতি অঙ্গন — বিশ্বাসের সঙ্গে নির্মাণের সাশ্রয়ী সমাধান”